দারুন নূর ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমী আল্লাহ তা'আলার অশেষ রহমতে আমরা আমাদের সন্তানদের জন্য এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেছি, যা একই ছাদের নিচে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় ঘটাবে। এই স্বপ্নকে বাস্তব রূপ দিতেই প্রতিষ্ঠিত হয়েছে দারুন নূর ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমী। আমরা বিশ্বাস করি, সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক পবিত্র আমানত, এবং তাদের পূর্ণাঙ্গ বিকাশ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের লক্ষ্য এমন এক প্রজন্ম তৈরি করা, যারা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও সফল হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা প্রচলিত মাদরাসা ও সাধারণ স্কুলের ধারার বাইরে এক অনন্য সমন্বিত রূপ। এখানে শিক্ষার্থীরা কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইসিটি, এবং মানবিক বিষয়েও দক্ষতা অর্জন করে। আমাদের উদ্দেশ্য হলো এমন যোগ্যতাসম্পন্ন মুসলিম তৈরি করা, যারা দেশ, জাতি এবং উম্মাহর কল্যাণে নিজেদের মেধা ও জ্ঞানকে কাজে লাগাতে পারবে। কেন আমরা অনন্য? সমন্বিত পাঠ্যক্রম: আমাদের সিলেবাস এমনভাবে সাজানো হয়েছে, যেখানে ধর্মীয় ও জাগতিক শিক্ষার ভারসাম্য বজায় রাখা হয়। শিক্ষার্থীরা যেমন আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিখছে, তেমনি ইসলামী নৈতিকতা ও মূল্যবোধে তারা নিজেদের জীবন গঠন করছে। শিক্ষকের নিবেদন: আমাদের শিক্ষকমণ্ডলী শুধু জ্ঞান বিতরণের জন্য নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর মানসিক, শারীরিক, এবং আত্মিক বিকাশে ভূমিকা রাখেন। তারা অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তোলেন। আধুনিক সুযোগ-সুবিধা: আমাদের ক্যাম্পাসে রয়েছে আধুনিক ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, এবং খেলাধুলার সুব্যবস্থা। আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে সহায়ক। নৈতিক ও আদর্শিক পরিবেশ: দারুন নূর ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমীর প্রতিটি শিক্ষার্থীকে সততা, শৃঙ্খলা, এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেওয়া হয়। আমরা এমন একটি সমাজ গঠনে কাজ করছি, যেখানে ঈমান ও আমলের আলোকে আলোকিত মানুষ বাস করবে। আমরা বিশ্বাস করি, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের অঙ্গীকার। আসুন, আমরা সবাই মিলে এই মহান উদ্যোগে শামিল হই এবং আগামী প্রজন্মের জন্য এক আলোকিত পথ তৈরি করি। দারুন নূর ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমী—যেখানে জ্ঞান ও ঈমান হাতে হাত রেখে চলে।
See EIIN CertificateInstitute EIIN Number :
কোড-৪০৭০৩১৬০৭Institute Name
Darun Noor International Islamic AcademyTag
Darun Noor – The House of Light, Guiding Towards Faith & KnowledgeAddress
Degree College Road, Auto Stand, Hajiganj, ChandpurMobile No
8801643188422Current Student
100Institute Type
Kindergarten / Primary SchoolClass
প্লে Play Group,নার্সারি Nursery,প্রথম শ্রেণি Class One,দ্বিতীয় শ্রেণি Class Two,তৃতীয় শ্রেণি Class Three,চতুর্থ শ্রেণি Class Four,পঞ্চম শ্রেণি Class Five,নূরানী বিভাগ Nurani Section,নাজেরা বিভাগ Nazera Department,নাজেরা বিভাগ Nazera Section,হিফজ্ বিভাগ Hifz Department,হিফজ বিভাগ Hifz SectionClassroom
8